Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক ) শিশুদের জন্য ৪ থেকে ৫ বছর বয়সের সনাতন ধর্মাবলম্বী শিশুদের ধর্মীয় অনুভুতির আলোকে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

খ) প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি হার বৃদ্ধি করানো এবং ঝড়েপড়া রোধ করতে সহোযোগিতা করা।

গ)  প্রাথমিক বিদ্যালয়ের আলোকে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা।

ঘ)  সকল শিক্ষা উপকরণ ( বই,শ্লেট,ডাস্টার,পেন্সিল,ব্ল্যাকবোর্ড, সাইনবোর্ড,মাদুর) সহ অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ।

ঙ)  শিক্ষকদের নিয়মিত মাসিক সম্মানী প্রদান ও বছরে ০১ দিন রিফ্রেসার্স ট্রেনিং প্রদান ।

চ)  শিক্ষকদের পাঠদানের সময় ২.৩০ ঘন্টা এবং প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন ও বয়স্ক শিক্ষার্থীর সংখ্যা ২৫ জন।

ছ)  শিক্ষা বর্ষ শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করে পুরস্কার প্রদান।

জ)  গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন করা হয়। এ সকল অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

ঝ) জাতীয় শোক দিবসে সকল মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন ও পতাকা উত্তোলন করা।

ঞ)  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বর্তমানে ৬৪ জেলায় মন্দিরভিত্তিক শিক্ষ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

 

অন্যান্য কার্যক্রমঃ

 

·      হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার / উন্নয়নে অনুদান বিতরণ করা।

·      দুঃস্থদের মধ্যে অনুদান বিতরণ করা।

·      দূর্গাপূজায় আর্থিক সহায়তা করা।

·      জাতীয় ও ধর্মীয় দিবসসমূহ উদযাপন ।

·      মন্দিরভিত্তিক প্রাক-প্রাথকি শিশু শিক্ষা ও বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।

·      ধর্মীয় প্রতিষ্ঠানের তালিকাভুক্তি ও সনদপত্র প্রদান।

·      হিন্দুধর্মী য় পর্বভিত্তিক আলোচনা সভা।

·     হিন্দুধর্মী য় নেতাদের প্রশিক্ষণ

নাগরিক সনদ (সিটিজেন চার্টার)

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম ও সেবাদান প্রক্রিয়া

ক্র./নং

সেবার নাম

সেবা প্রদানে সবোর্চ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তি স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

উর্দ্ধতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

01.

ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান

প্রতি অর্থ বছর অক্টোবর হতে মার্চ সময়ে নির্ধারিত ফরমে আবেদন করা যায়। ট্রাস্টি কর্তৃক মঞ্জুরীর ১৫ দিনের মধ্যে অনুদানের চেক ইস্যু করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

নির্ধারিত ফরম ট্রাস্টের জেলা কার্যালয় হতে বিনামূল্যে বিতর‌ণ করা হয়। ট্রাস্টের ওয়েবসাইট www.hindutrust.gov.bd এবং www.mora.gov.bd ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণকৃত ফরম ট্রাস্টে জমা দেবার পর চেয়ারম্যান/ভাইস-চেয়ারম্যান/সংশ্লিষ্ট ট্রাস্টি অনুদানের মঞ্জুরি প্রদান করেন।

প্রযোজ্য নহে।

সহকারী পরিচালক

0951-62132

msgsnat@gmail.com

সচিব

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট

02-9677449

www.hindutrust.gov.bd

02.

দুঃস্থদের অনুদান প্রদান

প্রতি অর্থ বছর অক্টোবর হতে মার্চ সময়ে নির্ধারিত ফরমে আবেদন করা যায়। ট্রাস্টি কর্তৃক মঞ্জুরীর ১৫ দিনের মধ্যে অনুদানের চেক ইস্যু করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

নির্ধারিত ফরম ট্রাস্টের জেলা কার্যালয় হতে বিনামূল্যে বিতর‌ণ করা হয়। ট্রাস্টের ওয়েবসাইট www.hindutrust.gov.bd এবং www.mora.gov.bd ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণকৃত ফরম ট্রাস্টে জমা দেবার পর চেয়ারম্যান/ভাইস-চেয়ারম্যান/সংশ্লিষ্ট ট্রাস্টি অনুদানের মঞ্জুরি প্রদান করেন।

প্রযোজ্য নহে।

সহকারী পরিচালক

0951-62132

msgsnat@gmail.com

সচিব

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট

02-9677449

www.hindutrust.gov.bd

03.

দূর্গাপূজায় আর্থিক সহায়তা প্রদান (মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত)

দূর্গা পূজার প্রাক্কালে।

প্রয়োজনীয় কাগজপত্র

জেলা প্রশাসক/ট্রাস্টিদের মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে।

প্রযোজ্য নহে।

সহকারী পরিচালক

0951-62132

msgsnat@gmail.com

সচিব

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট

02-9677449

www.hindutrust.gov.bd

04.

মন্দির ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম

সিট শূন্য থাকা সাপেক্ষে ভর্তি তাৎক্ষণিক।

প্রয়োজনীয় কাগজপত্র

কেন্দ্র শিক্ষকের সাথে যোগাযোগ করে নির্ধারিত ফরম পূরণ করে শিশুকে ভর্তি করাতে হবে। এ শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক এবং শিশুদের বিনামূল্যে বই, শ্লেটসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়।

প্রযোজ্য নহে।

সহকারী পরিচালক

0951-62132

msgsnat@gmail.com

প্রকল্প পরিচালক

msgs2003@gmail.com

02-9635150

ক্র./নং

সেবার নাম

সেবা প্রদানে সবোর্চ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তি স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

উর্দ্ধতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

05.

মন্দির ভিত্তিক বয়স্ক শিক্ষা কার্যক্রম।

সিট শূন্য থাকা সাপেক্ষে ভর্তি তাৎক্ষণিক।

প্রয়োজনীয় কাগজপত্র

কেন্দ্র শিক্ষকের সাথে যোগাযোগ করে নির্ধারিত ফরম পূরণ করে শিশুকে ভর্তি করাতে হবে। এ শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক এবং শিশুদের বিনামূল্যে বই, শ্লেটসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়।

প্রযোজ্য নহে।

সহকারী পরিচালক

0951-62132

msgsnat@gmail.com

প্রকল্প পরিচালক

msgs2003@gmail.com

02-9635150

06.

মন্দির ভিত্তিক গীতা শিক্ষা কার্যক্রম।

সিট শূন্য থাকা সাপেক্ষে ভর্তি তাৎক্ষণিক।

প্রয়োজনীয় কাগজপত্র

কেন্দ্র শিক্ষকের সাথে যোগাযোগ করে নির্ধারিত ফরম পূরণ করে শিশুকে ভর্তি করাতে হবে। এ শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক এবং শিশুদের বিনামূল্যে বই, শ্লেটসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়।

প্রযোজ্য নহে।

সহকারী পরিচালক

0951-62132

msgsnat@gmail.com

প্রকল্প পরিচালক

msgs2003@gmail.com

02-9635150

07.

হিন্দুধর্মীয় প্রতিষ্ঠানের তালিকাভূক্তির কার্যক্রম।

আবেদন প্রাপ্তির পর 30দিন।

প্রয়োজনীয় কাগজপত্র

নির্ধারিত ফরম ট্রাস্টের জেলা কার্যালয় হতে বিনামূল্যে বিতর‌ণ করা হয়। ট্রাস্টের ওয়েবসাইট www.hindutrust.gov.bd এবং www.mora.gov.bd ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণকৃত ফরম ট্রাস্টে জমা দেবার পর চেয়ারম্যান/ভাইস-চেয়ারম্যান/সংশ্লিষ্ট ট্রাস্টি অনুদানের মঞ্জুরি প্রদান করেন।

প্রযোজ্য নহে।

সহকারী পরিচালক

0951-62132

msgsnat@gmail.com

 

সচিব

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট

02-9677449

www.hindutrust.gov.bd